সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া কমিউনিটি মাদরাসা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বলে জানা গেছে। ওই সময় প্রায় আধাঘন্টা ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ থাকে।
জানা গেছে, সোমবার বেলা সোয়া ১২টার দিকে হাউদপাড়া কমিউনিটি মাদরাসা কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী এবং ঘোড়ার প্রতীকের প্রার্থী কামাল আহমদের সমর্থকদের মধ্যে বাগবিতা দেখা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দেন প্রিজাইডিং কর্মকর্তা। আধাঘন্টা পরে বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। প্রিজাইডিং অফিসার উজ্জ্বল কুমার সূত্রধর জানান, ভোটগ্রহণ প্রায় আধাঘন্টা বন্ধ ছিল। পরে আবার শুরু হয়েছে।
এদিকে, নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন পুলিশের হাতে। আটককৃতরা হলেন- সাইফ উদ্দিন ও সায়মন আহমদ। তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন। তারা ওই ইউনিয়নের বাসিন্দা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে হাতেনাতে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাউদপাড়া কমিউনিটি মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd