রাত পোহালেই ভোট, সিলেটের ১২ উপজেলায় ৮১৬টি ভোটকেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

রাত পোহালেই ভোট, সিলেটের ১২ উপজেলায় ৮১৬টি ভোটকেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

স্টাফ রিপোর্টার :: ৫ম উপজেলা পরিষদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে সিলেটের ১২ উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রাত পোহালেই ভোট উৎসব শুরু। কেন্দ্রে কেন্দ্র যাচ্ছে সরঞ্জাম। সিলেটের ১২ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৬ প্রার্থী।

সোমবারের নির্বাচন সফল করতে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে কমিশন।

রবিবার দুপুরের পর থেকে ভোটগ্রহণের ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম নির্বাচন কমিশন থেকে বুঝে নির্বাচনি কর্মকর্তারা। পরে কঠোর নিরাপত্তায় এ সকল সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সিলেটের ১২ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮১৬টি। সিলেট জেলার মোট ভোটার ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। ১২ উপজেলার মধ্যে সদর ও দক্ষিণ সুরমা সিলেট মহানগর পুলিশের আওতাভুক্ত। বাকি ১০ উপজেলা সিলেট জেলা পুলিশের আওতায়।

পুলিশ জানায়, নির্বাচনে এসএমপির দুই উপজেলায় থাকবে ২১টি স্ট্রাইকিং টিম, ৪৪টি মোবাইল টিম, দেড় হাজারেরও বেশি পুলিশ সদস্য, ২ হাজার ২৮ জন আনসার সদস্য, বিজিবি ও র‌্যাবের সদস্যরাও নির্বাচনি মাঠে থাকবেন।

সিলেট জেলা পুলিশের আওতায় ১২ উপজেলায় মোতায়েন থাকবে ২ হাজার ৬০০ পুলিশ সদস্য। থাকবেন বিজিবির ৪২৭ জন সদস্য, ১৩০ জন র‌্যাব সদস্য ও আনসার সদস্য ৯ হাজার ৭৮২ জন। এছাড়াও থাকবে ১৫টি স্ট্রাইকিং টিম ও ১০০টি মোবাইল টিম।

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিলেটে আগামীকাল (সোমবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলাগুলো হচ্ছে- সিলেট সদর, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার।

সিলেট জেলার ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৫৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..