গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ৫ এস.এস.সি পরীক্ষার্থীসহ আহত ৭

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ৫ এস.এস.সি পরীক্ষার্থীসহ আহত ৭

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ট্রাক-বাস ও সিএনজি অটো রিক্সার সংঘর্ষে দূর্ঘটনা পতিত হয়ে ৫ এস.এস.সি পরীক্ষার্থীসহ ৭ জন আহত।

আহতদের ৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা স্থানীয় পিয়াইনগুল জামেয়ার শিক্ষার্থী।

এছাড়াও সিএনজি চালক ও তার শিশু সন্তান ও আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় সিলেট কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর বহরঘাট নামক স্থানে এদূর্ঘটনা ঘটে। জানা যায় স্থানীয় পিয়াইনগুল জামেয়ার এস.এস.সি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস গোয়াইনঘাট অভিমূখে,পাথরবাহী একটি ট্রাক সিলেট অভিমূখে যাওয়ার সময় বহরঘাটা নামক স্থানে দাড়ানো একটি সি.এন.জি অটোরিক্সাসহ মূখোমূখি ধাক্কা দিলে সি.এন.জি সহ সংঘর্ষে আক্রান্ত হয়। স্বজুরে ধাক্কা দেওয়ায় এস.এস.সি পরীক্ষার্থীবাহী বাস ঘটনাস্থলেই উল্টে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি দোকানে আঘাত করে খাদে পড়ে যায়। এতে আহত হয় পিয়াইনগুল জামেয়ার এস.এস.সি পরীক্ষার্থী সিফা আক্তার, পলি আক্তার, লায়েক আহমদ, সুহেব আহমদ, সিএনজি চালক আজির উদ্দিন ও তার শিশু সন্তান। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা ঘটার সাথে সাথে সিলেট কোম্পানীগঞ্জ মহাসড়ক ও সিলেট সালুটিকর গোয়াইনঘাট সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এসময় স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধি ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রশাসন তরফে সড়ক দূর্ঘটনা রোধে কার্যত ব্যবস্থা নেয়ার আশ^াস দেয়া হলে শিক্ষার্থী ও সংক্ষব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেন। এদিকে পাথরবাহী ট্রাকের বেপরোয়া চলাচল বন্ধ এবং বহরঘাটা, সালুটিকর কলেজ, পিয়াইনগুল উচ্চ বিদ্যালয় সম্মুখসহ জনগুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে স্পীড ব্রেকার নির্মাণ দাবী জানান সংক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্র/ছাত্রীরা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..