বিএসএমএমইউর নতুন পরিচালক ব্রি. জে. মাহবুবুল হক

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

বিএসএমএমইউর নতুন পরিচালক ব্রি. জে. মাহবুবুল হক

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ কথা বলা হয়। 

তিনি এর আগে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বে ছিলেন।

আর বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করানো হয়েছে।

Manual5 Ad Code

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার দায়িত্বে রদবদলের কথা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual4 Ad Code

মাহবুবুল হকের বেড়ে ওঠা ও সফলতার গল্প

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহবুবুল হক। তার পিতা আব্দুল গফুর মাস্টার একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হলে আব্দুল গফুর মাস্টার এলাকার ঘরে ঘরে গিয়ে তা প্রচার করতে থাকেন এবং পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান।

Manual6 Ad Code

 ১৯৭৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি উত্তীর্ণ হন। ১৯৮১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়ার সুযোগ পান তিনি। ১৯৮৮ সালে  এমবিবিএস পাস করার পর ১৯৯০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি ক্যাপ্টেন পদে আর্মি মেডিকেল কোরে যোগদান করেন।

সফলভাবে কমিশন লাভ করে পার্বত্য চট্টগ্রামে ২ বছর কর্মরত ছিলেন। ১৯৯৪ সালে মেজর, ২০০৯ সালে লে. কর্নেল, ২০১১ সালে কর্নেল ও ২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি লাভ করেন।

তিনি জাতিসংঘ মিশনের অধীনে ১৯৯৬-১৯৯৯ সালে ৩ বছর ৩ মাস কুয়েত ও ২০১১ সালে সুদানে ১ বছর কর্মরত ছিলেন। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন।

Manual1 Ad Code

২০০৯-২০১১ সাল পর্যন্ত সাভার ক্যান্টনমেন্টে দুটি ইউনিটের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালে প্রমোশন পেয়ে ঢাকা ও জালালাবাদ ক্যান্টনমেন্ট এবং পরে সিলেটে কর্নেল পদে কর্মরত ছিলেন।

২০১৩ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..