সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে সাবেক এক বিমানবালা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার স্মৃতি আক্তার (২৪) রিজেন্ট এয়ারলাইন্সের সাবেক বিমানবালা। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার রূপসদি বিলপাড় গ্রামে। তিনি মো. আল আমিন সরকারের মেয়ে। তার সঙ্গে গ্রেফতার হওয়া মো. জুবাইর উদ্দিন (৩২)কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ খরুলিয়া গ্রামের বাসিন্দা। সে তার প্রেমিক বলে জানা গেছে।
র্যাব-৭ সহকারি সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মাশকুর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ দেশের বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd