সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি কনসালটেন্ট হিসেবে যোগদানের দেড় মাস পেরিয়ে গেলেও একদিনও অফিস করেননি ডা. সাদিয়া আফরিন তানি নামে এক চিকিৎসক। কর্মস্থলে যোগদান করে জনসাধারণকে চিকিৎসা সেবা না দিলেও হাসপাতালের হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর রয়েছে আবার নিয়মিতই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর সার্জারি কনসালটেন্ট হিসেবে ডা. সাদিয়া আফরিন তানি নামের এক চিকিৎসক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের পর থেকে চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত একদিনও অফিস করেননি তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, একদিন চিকিৎসাসেবা না দিলেও হাসপাতালের হাজিরা খাতায় এ চিকিৎসকের উপস্থিতির স্বাক্ষর রয়েছে আবার নিয়মিতই।
এ বিষয়ে সার্জারি কনসালটেন্ট ডা. সাদিয়া আফরিন তানির মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় জেনে কথা না বলে ফোন বন্ধ করে দেন তিনি।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, যোগদানের পর থেকেই সে ছুটি নিয়ে নিয়ে বাহিরে আছে। এ বিষয়টি জেলা সিভিল সার্জন মহোদয়ও অবগত রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd