জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে নেতারা

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে নেতারা

এনামুল হাসান,জকিগঞ্জ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইমেজ শেয হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দেশের অন্যতম বৃহৎ দু,টি রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মী ও সমর্থকদের শুরু হয়েছে নানা আলোচনা। নানা দিক দিয়ে জকিগঞ্জ উপজেলাটির গুরুত্ব রয়েছে। ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ও জনসংখ্যা ২,৪২,৫৬১ জন। দেশের প্রাচীনতম এ উপজেলার মানুষ সহজ,সরল ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন। ২৬৭ কিলোমিটার আয়তনের বিশাল ভারতের সাথে জকিগঞ্জ উপজেলার সীমান্ত সংক্রান্ত বিওপিঃ ১০ টি, কোম্পানী কমান্ড ০৪ টি, সীমান্তঃ ৫২.৫ কি. মি., জেলা ০২ টি (কাছাড় ও করিমগঞ্জ)পিলার সংক্রান্তঃ ক) মেইন পিলার (গ.চ.)ঃ ১৫ টিখ) সাব পিলার (ঝ.চ)ঃ ১৩২ টিগ)টি পিলারঃ ৭০ টিঘ) রিভার পিলার (জ.চ)ঃ৭৩ টি। উপজেলার খ্যাতিমান ব্যক্তিবর্গ ছিলেন, মরহুম পীরে কামেল ও কবি-গীতিকার হযরত শাহ শিতালং(রহঃ), মরহুম পীরে কামেল আল্লামা শাহ সূফী মোহাম্মদ আলী রায়পুরী(রহঃ),লামারগ্রাম, মরহুম পীরে কামেল আল্লামা আব্দুল লতিফ চৌধূরী,ফুলতলী(রহঃ), মরহুম প্রখ্যাত শিক্ষাবিদ,সরকারী কর্মকর্তা ও সাহিত্যিক বাবু গুরুসদয় দত্ত (ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা), মরহুম এম.এ. হক প্রাক্তন ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী, মরহুম এম এ লতিফ (সাবেক এমপি ), মরহুম মাওলানা ওবায়দুল হক(সাবেক এমপি), ব্রিগেডিয়ার (অবঃ)এম.আর.মজুমদার(সাবেক এমপি), হাফিজ আহমদ মজুমদার(বর্তমান এমপি) আরও অনেক ব্যক্তিবর্গদের এলাকা হিসেবে দেশবিদেশ পরিচিতি এ উপজেলার কান্ডারী হতেচান দেশের প্রধান দূ,টি দল আ’লীগ, বিএনপি ও ইসলামীদলের উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রায় আট জন নেতা। তারা নিজ নিজ দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দীর্ঘ দিন থেকে নানা ভাবে উপজেলার মানুষের কাছে নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। উপজেলার প্রধান প্রধান হাট বাজারসহ অলীতে গলীতে রাস্তায় নিজের ছবি ও দলীয় পরিচয় দিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাধ্যমে ফেস্টুন,ব্যনার ও পোস্টারিং করিয়েছন। এছাড়া কেউ কেউ নিজেকে দলীয় শক্ত প্রার্থী বোঝানোর জন্য সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কটোর পরিশ্রম ও আর্থিক ব্যায় করেছেন। নিজ দলীয় প্রার্থীর সাথে দুই উপজেলা চষে বেড়িয়েছেন। সমাগত উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ সালে এ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চাইবেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার। আলহাজ¦ লোকমান আহমদ চৌধুরী বর্তমান উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সভাপতি প্রবীণ এই রাজনীতিবিদ নির্বাচনে অংশগ্রন করবেন এবং মনোনয়ন চাইবেন। আওয়ামীলীগের হয়ে মনোনয়ন চাইবেন আবু জাফর মো. রায়হান সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক। মনোনয়ন চাইবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট শাখার যুগ্ম-আহবায়ক ইফজাল আহমদ চৌধুরী। এদিকে সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান তিনিও মনোনয়ন চাইবেন।
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে আলোচনায় রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেল মো. রেজা, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা বিজিৎ লাল উজ্জল, সিলেট জেলা জমিয়তে উলামা ইসলামের প্রচার-সম্পাদক সালেহ আহমদ শাহবাগী।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..