বিশ্বনাথে চাঁদাবাজ ‌‌‍দা সামছু বাহিনী জনতার হাতে আটক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

বিশ্বনাথে চাঁদাবাজ ‌‌‍দা সামছু বাহিনী জনতার হাতে আটক

আমির হোসেন সাগর :: সিলেটের বিশ্বনাথে চাঁদাবাজ ‌‌‍দা সামছু বাহিনী জনতার হাতে আটক এমন একটি নাটকের কাজ প্রায় শেষের দিকে। বর্তমান আধুনিক মানুষের এক অসাধারণ সৃষ্টি,পুরো দুনিয়াটা হাতের মুঠোয়। অবাক হতে হয়-মোবাইলের মাধ্যমে যে ভাবে যোগাযোগ ব্যবস্থা সহজ, ঠিক একই ভাবে নাটক,ফিল্ম,গান কৌতুকও সহজ ভাবে সমাজ ও জাতির কাছে ইউটিউবের মধ্যেমে তুলে দেয়া হচ্ছে। আর তাই নাটক,ফিল্ম,গান কৌতুক,সহ ইত্যাদি করতে নাট্য ও সঙ্গীত প্রিয় মানুষের আগ্রহ বেড়ে গেছে।তারই ধারা বাহিকতায় সমাজে মেসেজ মূলক নাটক তুলে দিতে শাহ সিদ্দেকুর রহমান এর রচনায় ও জি এম রনির পরিচালনা ও চিত্র ধারণে শর্ট ফিল্ম “দা সামছু চাঁদাবাজ” এর শুটিং শেষ হলো।নাটকের প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সিলেটের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মনিমুক্তা।

অারো রয়েছেন প্রবিন অভিনেতা রেজাউল আম্ববিয়া রাজু,সহযোগীতায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোরাদ আহমেদ, বিপ্লব সহ অনেক। সহকারি পরিচালনায় রয়েছেন উজ্জ্বল।নাটকটি নতুন বছরে মুক্তি পাবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ও টিভিতে বাংলা HD।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..