সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে দেখতে গেছেন সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আহমদ হোসেনকে দেখতে হাসপাতালে যান মোমেন। এ সময় অসুস্থ আহমদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। ড. মোমেন অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ড. মোমেনের স্ত্রী সেলিনা মোমেন, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ ও মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রমুখ।
গত ৩০ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আহমদ হোসেন। সঙ্গে সঙ্গে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা। তিনি মাইল্ড স্ট্রোক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd