মজলুস মানুষের মুক্তির জন্য ধানের শীষে ভোটদিন : সেলিম

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

মজলুস মানুষের মুক্তির জন্য ধানের শীষে ভোটদিন : সেলিম

Manual8 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪-আসনের বিএনপি মনোনিত সংসদ সদ্স্য পদপ্রার্থী দিলদার হোসেন সেলিম বলেছেন মজলুস মানুষের মুক্তির জন্য ধানের শীষে ভোটদিন। তিনি বলেন আওয়ামীলীগ’র ননেতৃবৃন্দ ধানের শীষের গনজোয়ার দেখে দিশেহারা হয়েগেছে। তাই পুলিশ দিয়ে ঐক্যফ্রন্ট ও ২৩দলীয় জোট নেতৃবৃন্দের উপর গায়েবি মামলা দিয়ে নির্যাতন শুরু করছে।

Manual5 Ad Code

তিনি বলেন এসব করে বিএনপি ও জোট নেতৃবৃন্দের দমানো যাবেনা। তিনি আওয়ামীলীগ’র হাত থেকে দেশকে আরেকবার স্বাধীন করতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। গতকাল শিনবাবার বিকাল ৩টায় কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাও ও বিকাল ৫টায় রনিখাই ইউনিয়নে পৃথক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। এসকল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এডভোকেট মকদ্দস আলী ও শামছুদ্দিন।

এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এড কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন, সেক্রেটারি আলী আকবর, সাংগঠনিক ফখর মেম্বার, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, উপজেলা জামায়াত সেক্রটারী মাওলানা ফয়জুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সেক্রেটারি হাজি খলিক, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সেক্রটারী আব্দুল হাফিজ, উপজেলা যুবদলের সেক্রটারী নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা শ্রমিকদলের আহবায়ক লালমিয়া, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, খেলাফত মজলিছ নেতা মাওলানা খায়রুল আমিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল সভাপতি জাহিদ খান প্রমুখ।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..