আবু তাহের,ছাতক :: ’সচেতন হবো সচেতন করবো গড়বো সমাজ গড়বো দেশ’এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জের ছাতকে ‘হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার’ এর আয়োজনে বৃহত্তর গোবিন্দগঞ্জ বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী আজ শুক্রবার অনুষ্টিত হয়।
ক্যাম্পিং টি দুপুর ২ঘটিকায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়, ক্যাম্পিং এ ১৪২জনের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়, এসময় হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার এর কার্যকরী সদস্যরা উপস্তিত ছিলেন, এতে অনেকে রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসবেন বলে আশ্বস্ত দিয়েছেন।
Sharing is caring!