সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮
Sharing is caring!
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান বন্ধু শিক্ষক কার্যক্রম পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
সোমবার (২৬ নভেম্বর) বিকেলে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএমসি ও স্থানীয় এলাকাবাসীর অর্থায়নে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিভাগীয় কমিশনার। পরে বিদ্যালয়ের চলমান বন্ধু শিক্ষক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করেন।
এ সময় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, এসএমসি সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, পিটিএ সভাপতি কামাল উদ্দিন, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বিদ্যালয়ের গ্রন্থাগার, বঙ্গবন্ধু কর্নার, প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ ও সততা স্টোর ঘুরে দেখে বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।
………………………..
Design and developed by best-bd