সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে নিয়ে সিলেট জেলায় ব্যাপক হারে কুকুরের মধ্যে টিকাদান কর্যক্রম সফল করার লক্ষ্যে বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জলাতঙ্ক নির্মূল বিষয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহান উদ্দিনের সভাপতিত্বে ও পরিসখ্যানবিদ আব্দুল মালেকের পরিচালনায় শুরুতেই কোরআন দেলাওয়াত করেন মোশাররফ হোসেন,গীতা পাঠ করেন সুরেন্দ্র বাবু সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎচক ডাক্তার খায়রুল বাছার,ডাক্তার আব্দুল হান্নান, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাস,এমডিভি’র সুপারভাইজার জুবায়ের হোসেন,মীর ইমতিয়াজ উদ্দিন,লেঙ্গড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুতাহের আলী,প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক,যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমূখ। সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ হতে জলাতঙ্ক রোগ নির্মূল করতে সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করেছে৷ আর তারই অংশ হিসাবে গোয়াইনঘাট উপজেলায় আগামী ৩ নবেম্বর হতে ৭ নভেম্বর পর্যন্ত উপজেলার সব কয়েকটি পাড়া মহল্লার কুকুর গুলোকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হবে। তাই সমাজের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,শিক্ষার্থী/শিক্ষকসহ সকল মসজিদের ইমামবৃন্দ, সচেতন মহল ও সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দরা কর্তব্যরত চিকিৎসকদের টিকা প্রদানে সহযোগিতা করার আহবান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd