সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
Sharing is caring!
গোলাপগঞ্জ প্রতিনিধি: আগামী ৪ নভেম্বর শপথগ্রহণ করবেন গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটের নবÑনিযুক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী নব-নির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানা যায়। পরে তিনি আনুষ্ঠানিক ভাবে মেয়রের দায়িত্ব গ্রহন করবেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল জানান, ৪ নভেম্বর শপথগ্রহণের কথা সিলেটের বিভাগীয় কমিশনার জানিয়েছেন। শপথগ্রহণ শেষে এ দিন বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী বাস টার্মিনালে অনুষ্ঠানের মাধ্যমে সকলের দোয়া নিয়ে মেয়রের দায়িত্ব গ্রহন করবো।
এছাড়াও তিনি পৌরবাসীর কাছে দায়িত্ব পালনকালে সকলের সহযোগীতা কামনা করেছেন। উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক মরহুম সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১ মে মৃত্যুবরণ করলে গত ৩ অক্টোবর শ‚ন্য মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল (জগ) প্রতীক নিয়ে ৪১৪৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
………………………..
Design and developed by best-bd