সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
সিলেট :: সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে ক্লাবের নবাগত সদস্য ফয়সাল ইউসুফ ও বুলবুল আহমদ এর সম্মানে গত ১১ অক্টোবর বৃহস্পতিবার রাতে ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট ই.ইউ. শহিদুল ইসলাম এডভোকেট এর সভাপতিত্বে নবাগত ক্লাব সদস্যবৃন্দকে শুরুতে উত্তরীয়, ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য ড. আতফুল হাই শিবলী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, উপ-সচিব ফারুক আহমেদ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। ক্লাব পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল ইয়াকুব, অর্থ ও উন্নয়ন বিভাগ শাহ মোঃ মোসাহিদ আলী এডভোকেট, সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য- সাংস্কৃতিক বিভাগ চম্পাকলি দে, সদস্য- আপ্যায়ন বিভাগ হারুন আল রশিদ দিপু সহ অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন মিতুয়া হেমা, রুকসার রহমান, জাহিদ মাসুদ। সবশেষে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd