বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে এক কৃষানীর তিনটি গরু চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত সিদ্দেক আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে দুটি ষাড় ও একটি গাভী চুরেরদল চুরি করে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক লাখ টাকা।
জানাগেছে, বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত সিদ্দেক আলীর স্ত্রী গত মঙ্গলবার সন্ধ্যায় তার তিনটি গরু বাড়ির নিজ গোয়াল ঘরে তালা মেরে রাখেন। কিন্তু আজ বুধবার সকালে গোয়াল ঘরে তালা ভাঙা এবং গরুগুলো দেখতে পাননি। ধারনা করা হচ্ছে গত মঙ্গলবার রাতের কোনো এক সময় চুরেরদল তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এতে ওই কৃষানীর প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। গরু চুরি ঠেকাতে এলাকায় পুলিশি টহল জোরধার রয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!