বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার তেলিকোনা গ্রামে এলাহাবাদ রাহমান মঞ্জিলে আনুষ্ঠানিকভাবে ৭০টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন মেম্বার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আমির উদ্দিন, বখতিয়ার আহমদ, ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের স্থানীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মালিক।
এসময় উপস্থিত ছিলেন- মুরব্বি আবুল লেইছ, ক্বারী সাজ্জাদুর রহমান, ট্রাস্টের অর্থ সম্পাদক আমিনুর রহমান, সদস্য হাফিজ কয়েছ আহমদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অসহায় ব্যক্তিকে ট্রাস্টের পক্ষ থেকে নগদ ১৫হাজার টাকা প্রদান কা হয়।