সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৮
জয়নাল আবেদীন শ্রীমঙ্গল :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়, কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানের সময় ৪ জন ইয়াবা সেবনকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল।
গত ২১ মে সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলামের নেতৃতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র্যাব-৯ শ্রীমঙ্গলের একটি অভিযানিক দল নিয়ে উপজেলার লামুয়া গ্রামের মোঃজুনাইদের বাড়ীতে ইয়াবা সেবনকালে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা লামুয়া গ্রামে ইয়াবা সেবনকালে মোঃওয়াসিম মিয়া (২৪) মোঃজুনাইদ আহমেদ (২৩) মোঃআতাউর রহমান (৩৪) মোঃআফসার আহমেদ(৩৫) নামে চার জনকে গ্রেফতার করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
তাদেরকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৬ ধারা লঙ্গনের দায়ে পঁয়তাল্লিশ (৪৫) দিন বিনাশ্রম কারাদন্ড দেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলাম বলেন প্রতিদিন শ্রীমঙ্গলে বিভিন্ন জাগায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে । ইয়াবা ও মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd