বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৬মে) উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী (বন্দরবাড়ী) গ্রামের আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্টের উপদেষ্ঠা মানিক মিয়ার সভাপতিত্বে ও সংগঠক জাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা সহল আল রাজী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সমাজসেবক হাফিজ আরব খান, ইউপি সদস্য নাছির উদ্দিন, আনোয়ার হোসেন ধন মিয়া, জাপা নেতা তাজ উদ্দিন বাবুল, আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার ১৩৫টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
Sharing is caring!