গোলাপগঞ্জে মসজিদের উন্নয়ন কাজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মে ১০, ২০১৮

গোলাপগঞ্জে মসজিদের উন্নয়ন কাজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের পশ্চিম বারকোট দরগাহ জামে মসজিদের উন্নয়ন কাজ নিয়ে একটি মহল মিথ্যা সংবাদ প্রচার সহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন মসজিদের উন্নয়ন কাজে দায়িত্বে থাকা সুহেল আহমদ। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম বারকোট দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। তিনি গত ৩ মে স্থানীয় দৈনিক একটি পত্রিকায় “গোলাপগঞ্জে মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, পুলিশ প্রহরায় মুসল্লিদের জুম্মার নামাজ আদায় শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে বলেন, মসজিদ পুনঃনির্মানের আগ থেকেই মসজিদের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে মামলা মকদ্দমা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করা হয়। এর পর এলাকাবাসী সভা আহবান করে সর্ব সম্মতিক্রমে তাকে মসজিদের উন্নয়নের দায়িত্ব প্রদান করেন। সে সময় মসজিদের কোন ব্যাংক একাউন্ট না থাকায় মসজিদের ব্যবহারের জন্য তার নিজের নামের একটি একাউন্ট খুলে ব্যবহারে উপস্থিত সকলে মত প্রদান করেন। এই একাউন্ট খুলার পরে ষ্ট্যাম্পে নোটারী পাবলিকের মাধ্যমে একাউন্টটির মালিকানা স্বত্ব মসজিদের নামে করে দেন। তিনি এই ব্যাংক একাউন্টে টাকা জমা ও উত্তোলনের ব্যাংক স্টেটমেন্ট সাংবাদিকদের কাছে তুলে ধরেন। সুহেল আহমদ আরো বলেন, মসজিদের উন্নয়ন কাজের দায়িত্ব গ্রহণের সময় মসজিদের কোনো ফা- ছিলনা। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরে মধ্যে মসজিদের জন্য দুতলা বিশিষ্ট ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে। মসজিদ পুন:নির্মান কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সকল আয় ব্যায়ের হিসাব মসজিদের নির্ধারিত রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ আছে। এছাড়াও মসজিদের জিনিসপত্র ক্রয়ের রশিদ সংযুক্ত রয়েছে। তিনি স্থানীয় পত্রিকার সংবাদে উল্লেখিত “পুলিশ প্রহরায় মুসল্লীদের জুম্মার নামাজ আদায়” বিষয়ে বলেন, এলাকাবাসী উপস্থিত আছেন। তাদের জিজ্ঞেস করুন কবে পুলিশ প্রহরায় মসজিদে নামাজ আদায় করা হয়েছে ? এলাকার সুনাম নষ্ট করতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করিয়েছে। তিনি কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয় বলে চ্যালেঞ্জ করে বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারে তিনি তাকে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার প্রদান করবেন বলেও উল্লেখ করেন। এসময় সংবাদ সম্মেলনে গণ্যমান্য মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য কওছর আহমদ কস্তন, অধ্যাপক নজমুল ইসলাম , আব্দুল করিম সুফি। এছাড়া মসজিদ উন্নয়ন কমিটি ও শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..