সিলেটের লামাকাজি এলাকায় কৃষকের ফাঁদে ধরা পড়ল চিতা বাঘ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

আমির হোসেন সাগর :: সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়ন এর সৈয়দ পুর গ্রামে কৃষক কালা মিয়া ফাঁদে একটি চিতা বাঘ ধরা পড়েছে।

জানা জায় শুক্রবার রাতে টলা ও শেয়াল ধরার জন্য একটি লুহার কাচা রাতের আধারে মুরুগ দিয়ে নিজ বাড়ির ঘরের পিচনে রাখে,দির্ঘ দিন যাবত টলা ও শেয়াল মেরে আসছেন কালা মিয়া,তারি দারা বাহিকতায় গাতকাল রাতে খাচা রাকলে সকালে গুম থেকে উটে দেখা যায় একটি চিতা বাঘ খাচায় আটকা পরেছে ।

পরে আশ পাশের মানুষদের খবর দিলে এলাকায় সকল মানুষ বাঘ দেখার জন্য কালা মিয়া বাড়ি ভির করেন, ২৮ এপ্রিল শনিবার সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস ও বন বিভাগ বাঘটি উদ্ধার করে নেয়ার জন্য ফোন করা হয়। বাঘটি এখন ও কালা মিয়ার বাড়িতে রয়েছে।

এলাকার মুরব্বি মোঃ আব্দুল হামিদ জানান প্রতিদিন আমাদের বাড়ির গৃহপালিত হাঁস ও মুরগী ধরে নিয়ে যাচ্ছিল টলা ও শেয়াল, এ প্রাণিকে ধরার জন্য রাতে কালা মিয়া এলাকার সহযোগীতা একটি ফাঁদ পাতানু হয়। শনিবার ভোরে আমার ফাঁদে একটি চিতা বাঘ ধরা পড়ে। আশেপাশের গ্রামের উৎসুখ হাজার হাজার মানুষ বাঘটি দেখতে বাড়িতে ভিড় করে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..