সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা পর্বে সারাদেশের প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন অপি।
শনিবার ঢাকার আঁগারগা সরকারি সংগীত কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের সেরা প্রতিযোগিরা অংশ নেন।
এদিকে অপির এ সাফল্যে সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া অভিনন্দন জানিয়েছেন। সানজিদা ইয়াসমিন অপি এর আগেও একাধিকবার উপস্থিত বক্তৃতা ও বিতর্কে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছেন।
এছাড়া তিনি বিতর্কের বাংলাদেশ চ্যাম্পিয়ান দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অনার্স প্রথম বর্ষ থেকেই বিতর্ক চর্চার সঙ্গে জড়িত। এখন শিক্ষক পেশায় থাকলেও বিভিন্ন সময় বিতর্কের প্রশিক্ষক ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সানজিদা ইয়াসমিন অপি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নদেখোর সহসভাপতি, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের কো-চেয়ারম্যান, এমএম কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd