সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জেলায় সদ্য ঘোষিত আ,লীগের কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছে নিজাম উদ্দিন। কে এই নিজাম উদ্দিন। এ নিয়ে চলছে জেলা ও উপজেলায় তুমুল আলোচনা সমালোচনার ঝড়। কারন নিজাম উদ্দিন নামে রয়েছে দু-জন তাহিরপুর উপজেলায়। তাও আবার দুটি আলোচিত পরিবারের দুই সদস্য। এক জন হলেন,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ,লীগ নেতা এবং সাবেক জনপ্রিয় চেয়্যারম্যান জালাল উদ্দিনের আপন বাতিজা নিজাম উদ্দিন। অন্য দিকে রয়েছেন,সাবেক চেয়ারম্যান মরহুম হাজ্বী জয়নাল আবেদিনের ছেলে নিজাম উদ্দিন। তাদের দুই পরিবারে অনেক সদস্যই জেলা আ,লীগের বিভিন্ন অঙ্গ সংঘটনের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছেন। ফলে এই নামের মধ্যে রয়েছে ব্যাপক আকর্শষন ও প্রতিযোগীতা। তারা দু জনেই জেলা আ,লীগের নব নির্বাচিত কমিটির সম্মানীত সদস্য নির্বাচিত হয়েছেন বলে দাবী করছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে তারা তাদের ছবি সংবলিত বিভিন্ন পোষ্ট দিচ্ছেন। সাথে সাথে তাদের আতœীয় স্বজন,বন্ধুরাও মিলে প্রচার চালাচ্ছেন ও শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু এই নামের কোন কুল কিনারা পাচ্ছেন না তাহিরপুর উপজেলা ও বাদাঘাট ইউনিয়নের বাসীন্দাগন। কারন তাদের পরিবারে রয়েছে ব্যাপক পরিচিতি। এতে করে তাহিরপুর উপজেলাবাসী পড়েছেন বিভ্রান্তীর মধ্যে।
এই নামের বিষয়টি সঠিক ভাবে গনমাধ্যমে প্রকাশ করার জন্য দাবী জানিয়েছেন তাহিরপুর উপজেলার আ,লীগের সকল স্থরের নেতৃবৃন্ধ। নাম গুলো যেন এমন হয়-যদি সাবেক চেয়ারম্যান হয় তাহলে মোঃ নিজাম উদ্দিন(বিন্নাকুলী) আর যদি সাবেক চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদিন সাহেবের ছেলে হয় তাহলে নিজাম উদ্দিন(সোহালা)লিখলে বিভ্রান্তি হতে হবে না কাউকে। ভবিষত্বেও এমন ভাবে প্রকাশ করার দাবী উপজেলাবাসীর। এনিয়ে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ,লীগ নেতা নিজাম উদ্দিন (বিন্নাকুলী) জানান,আমি ছাত্রলীগ,যুবলীগ ও উপজেলার আ,লীগ নেতৃত্বেও দায়িত্ব পালন করেছি,ইউপি নির্বাচনে দলীয় মনোনীত নৌকার প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। আমি আ,লীগ পরিবারের সন্তান। যখন কেন্দ্রে নামের তালিকা জমা দেওয়া হয় তখন আমার বায়োডাটাসহ মোঃ নিজাম উদ্দিন নাম দিয়ে জমা দেওয়া হয়েছে। এখন আমাদের দলীয় নেতৃ যে তালিকায় স্বাক্ষর করেছেন তাতে মোঃ নিজাম উদ্দিন আছে। আমার নাম মোঃ নিজাম উদ্দিন ছিল এখনও আছে আর ভবিষত্বেও থাকবে। প্রথমে মোঃ নিজাম উদ্দিন এম কম নাম দিয়ে আমার নাম কেই চালাতে চাইছিল। এখন মাননীয় প্রধান মন্ত্রীর স্বাক্ষরীত তালিকায় মোঃ নিজাম উদ্দিন থাকায় তারা এখন এটাকেই চালিয়ে যাচ্ছে। সাবেক চেয়ারম্যান মরহুম হাজ্বী জয়নাল আবেদিনের ছেলে নিজাম উদ্দিন(সোহালা)বলেন,আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ করেছি। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। বর্তমানে তাহিরপুর উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে আছি। একেই নামে দু-জন রয়েছি তাহিরপুরে। তাই নামের বিভ্রান্তি রয়েছে। তবে আমাকে জেলা আ,লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বলেছেন,যে আমি সুনামগঞ্জ জেলা আ,লীগের সদ্য ঘোষিত কমিটিতে সম্মানীত সদস্য পদে মনোনীত হয়েছি। এখন তারাই বলতে পারবেন ভাল। সুনামগঞ্জ জেলা আ,লীগের সভাপতি মতিউর রহমান জানান,জেলা আ,লীগের সম্মানীত সদস্য পদে যে মোঃ নিজাম উদ্দিনের নাম তালিকায় রয়েছে এই নামের মধ্যে প্রিন্টে ভূল রয়েছে। তা আমি কেন্দ্রে জানিয়েছি। এই বিষয়টি নিয়ে আমরা পরে বসে সমাধান করব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd