সুনামগঞ্জের পৌর মেয়র জগলুল’র জানাজা আজ বাদ জুম্মা

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আইয়ুব বখত জগলুল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন তিনি। কমলাপুর আল ফারুক হোটেলে ঘুমের মধ্যে অসুস্থবোধ করলে পান্থপথে বিআরবি স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের জানাজা শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এদিকে, পৌর মেয়রের আকস্মিক মৃত্যুর সংবাদে জল জোছনার শহরে শোকের ছায়া নেমে এসেছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জগলুল বর্তমানে দলের জাতীয় কমিটির সদস্য ছিলেন। সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ভিপি জগলুলের পিতা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হোসেন বখত। তার বড় ভাই মরহুম মনোয়ার বখত নেকও ছিলেন অকালে চলে যাওয়া পৌর মেয়র।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..