সুনামগঞ্জ সীমান্তে ২ লাখ টাকার চোরাই মালামাল আটক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সীমান্তে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত প্রায় সাড়ে তিন হাজার পিস শেখ নাসির বিড়ির প্যাকেটসহ প্রায় পৌনে দুই লাখ টাকার চোরাই মালামাল আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের মহব্বতপুর এলাকা থেকে এসব আটক করা হয়।

২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি যুগান্তরকে জানান, উপজেলার মহব্বতপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে কার্টনভর্তি ৮৪ হাজার শলাকার সাড়ে তিন হাজার প্যাকেট শেখ নাসির বিড়ির চালান আটক করেছে।

এদিকে একই এলাকা থেকে বস্তাভর্তি ২৪ হাজার পিস খাঁসিয়া পানের অপর একটি চালান আটক করেছে বিজিবি।

বিজিবির দাবি, আটককৃত বিড়ি ও পানের মূল্য প্রায় এক লাখ ৬৬ হাজার ৮০০ টাকা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..