সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ব্যস্ততম এলাকা কালিঘাট। রয়েছে অসংখ্য সরকারি-বেসরকারি ও সিলেটের সর্ববৃহত ব্যবসায়ী প্রতিষ্ঠান। কালিঘাটে প্রত্যেক দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে ব্যবসায়ীরা। সবচেয়ে উল্লেখ যোগ্য হচ্ছে সিলেট বৃহতর ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকার কারণে সকল ধরেন ব্যাংক রয়েছে কালিঘাটে। প্রতিদিন কোটি কোটি টাকা ব্যবাসা হচ্ছে এক কথায় বলা যায় ব্যবসায়ী অঞ্চল হিসেবে পরিচিত কালিঘাট। প্রতিনিয়ত চলাচল করছেন নগরবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে। রাস্তার মধ্যে গর্ত। দু’চারটি ছোট বাশ দিয়ে গর্তকে চিহৃত করে দেয়া হয়েছে।
সিলেট নগরীর আরো অনেক গর্তের পাশাপাশি প্রায় ২/৩ মাস যাবত কালিঘাটের গর্তটি পড়ে আছে যেন দেখার কেউ নেই। শুক্রবার দুপুর দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় এই চিত্র। নগরীর এই করুণ দশা দেখলে মনে হয় অভিবাবক থেকেও নেই নগরবাসী। স্থানীয়রা বার বার গর্তের কথা সিসিক কর্তৃপক্ষে জানালেও তাতে কোন সুফল পাচ্ছেন না। সড়ক হয়েছে মরণফাদে পরিণত। রাস্তার মধ্যভাগের স্ল্যাব উঠে যাওয়ায় যান চলাচলে মারাতœক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্ঠি কি আদৌ পড়বে। সংস্কার হবে কি এই গর্ত গুলো এমন প্রশ্ন নগরবাসীর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd