সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮
সিলেট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক শিক্ষার্থীদের সংগঠন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৮-১৯ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর, বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উত্তম কুমার দাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইফতেখার আহমেদ ফাগুন।
মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড মৃত্যুঞ্জয় বিশ্বাস, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড আবুল কাশেম, অর্থশাখার পরিচালক প্রফেসর নূর হোসেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতার সাথে যারা জড়িত তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, জানতে হবে এবং সাংবাদিকতার মৌলিকতা ও সততা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। বিদায়ী সভাপতি সাজ্জাদ আরেফিন ও বিদায়ী সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সূর্যকে স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। এবং নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপস্থিত সকলে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, অর্থ সম্পাদক এ এস এম মহিউদ্দীন, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, সদস্য কাজী শিহাব শাহরিয়ার, ইমরান হোসেন, শাহনূর ইসলাম রাফী, গোলাম মর্তুজা সেলিম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd