সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
ক্রাইম ডেস্ক : বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে রাজশাহী জেলার হাজির বাথান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বিএসএফের সদস্যরা তিনজন হলেন এসআই হরনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। তারা ভারতের হাড়-ডাঙা ক্যাম্পে কর্মরত। বিজিবির কর্মকর্তারা ধারণা করছেন, সীমান্ত পিলার ভাঙা থাকায় আর ঘন কুয়াশার কারণে তারা ‘ভুল করে’ বাংলাদেশে ঢুকে পড়েছেন।
চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু তালেব বলেন, হাজির বাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া না থাকায় আজ ভোরে তিন বিএসএফ সদস্য ওই পথে বিএসএফের সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে শূন্যরেখা থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার এলাকায় ঢুকে পড়েন। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। বিএসএফের আরও কয়েকজন সদস্য তাদের সাথে ছিলেন যারা পালিয়ে ভারতে ফিরে গেছেন।
আটক তিন বিএসএফ সদস্যকে চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের কাছে থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd