সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি :: জমিয়তে উলামা বাংলাদেশের আমির আল্লামা শায়েখে আলিম উদ্দিন (দূর্লভপুরী) বলেছেন, হক্ব ও বাতিল মিলে ইসলাম কয়েম করা যায়না। ইসলাম কায়েম করতে হলে হক্ব ও বাতিল পৃথক জায়গায় থাকতে হবে।
তিনি বলেন, আমাদের দেশের অনেক বিঞ্জ আলেম রয়েছেন যারা নারী নেতৃত্বকে হারাম ঘোষণা দিয়েও ক্ষমতার লোভে আবার নারীদের সাথে জোট বেঁধে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, জমিয়তে উলামা বাংলাদেশ কখনও আওয়ামীলীগ-বিএনপির তাবেদারী করেনা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদায় বিশ্বাসী। সুতরাং আমরা হক্বও বাতিলকে এক জায়গায় এনে প্রতিষ্টা করা সম্ভব নয়।
সোমবার জমিয়তে উলামা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সমাবেশে প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন।
জমিয়তে উলামা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর তোয়াকুলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলান লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী। আল্লামা শামছুদ্দিন দূর্লভপুরী, আল্লামা মুফতি নজরুল ইসলাম কশেমী, আল্লামা আব্দুল কাদির বাঘেরখালী, ক্বারী মাওলানা হারুনুর রশিদ চতুলী, এড. মোহাম্মদ আলী, মাওলানা রুহুল আমীন আসাদী, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা তোফায়েল গাজালী প্রমূখ।
কাউন্সিল অধিবেশনে মাওলানা আবু বকর তোয়াকুলীকে সভাপতি ও মাওলান লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক পদে ৭১সদস্য বিশিষ্ট জমিয়তে উলামা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd