সিলেটে ধরাছোঁয়ার বাইরে কোম্পানীগঞ্জের লাশখেকো আমির

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের নতুন মৃত্যুকুপের মালিক আমির উদ্দিন। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমির উদ্দিন উপজেলা জামায়াতের আমীর আজমান আলীর ভগ্নিপতি। পাথরখেকো থেকে এখন লাশখেকো হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অজ্ঞাতকারনে তাকে গ্রেফতার করছে না পুলিশ। গত বিজয় দিবসের (১৬ডিসেম্বর) সন্ধ্যায় তার মৃত্যুকুপে ফেলে দুই পাথর শ্রমিককে হত্যার পর লাশ গুম করে ফেলে সে। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে সুদূর নেত্রকোনা থেকে। মঙ্গলবার ২০ডিসেম্বর রাতে আমির উদ্দিনকে প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা হলেও গ্রেফতার হয়নি সে। তথ্য গোপনে জড়িত সাংবাদিক নামধারী কয়েক দালালের তদবীরে সে গ্রেফতার এড়িয়ে বহাল তবিয়তে রয়েছে। লাশ খেকো আমির গ্রেফতার না হওয়ায় শাসকদলসহ এলাকার জনমনে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সন্ধ্যায় আমির উদ্দিনের গভীর গর্তে ফেলে পাথরচাপা দিয়ে হত্যা করা হয় নেত্রকোনার পাথর শ্রমিক হবি ও হেলিমকে। আহত করা হয় সিলেটের বাইরের আরো কয়েকজন শ্রমিককে। থানা পুলিশ ও উপজেলা প্রশাসন বিজয় দিবসের প্রোগামে ব্যস্ত থাকার সুযোগে চোখ ফাকি দিয়ে শ্রমিকদের লাশ দুটি পঠিয়ে দেয় নেত্রকোনার সদর থানাধীন তাদের বাড়িঘরে। পরদির রোববার যখন লাশ কবর দেয়ার প্রস্তুতি চলছিল, তখনই ঘুম ভাঙ্গে কোম্পানীগঞ্জ থানা পুলিশের। নেত্রকোনা সদর থানা পুলিশ দিয়ে লাশ দু-টি উদ্ধার করিয়ে ময়না তদন্ত করিয়ে দাফন সম্পন্ন করা হয়। খবর দিয়ে কোম্পানীগঞ্জে নিয়ে আসা হয় নিহতের স্বজনদের। এরই মধ্যে খবর পৌছে যায় সিলেটের মিডিয়াঙ্গণে। প্রথমে একটি পোর্টালে খবরটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার পর শুরু হয় লাশখেকো ও তার সহযোগীদের ইদুঁরদৌড়। রাতেই ওই নিউজ পোর্টালের মালিক সম্পাদকের মাধ্যমে দুই লাখ টাকা ছড়িয়ে দেয়া হয় লোকাল মিডিয়ার কতিপয় চাঁদাবাজ নামধারী সাংবাদিকদের মাঝে। চাপা পড়ে যায় লাশখেকো আমির উদ্দিনের হত্যাকান্ড। কিন্তু তাতেও রেহাই পায়নি ঘাতক আমির উদ্দিন। মঙ্গলবার রাতেই তার বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় রুজু করা হয় শ্রমিক হত্যামামলা। এ মামলায় লাশখেকো আমির ও তার সহযোগীসহ ৯জন আসামী হলেও তাদের অদ্যাবধি গ্রেফতার করতে পারছে না পুলিশ। ঘটনাটি ধামাচাপা দিয়ে দেয়ার চেষ্টায় লিপ্ত ‘জাতির বিবেক’ বলে পরিচয়দানকারী বিবেক খেকোরা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..