সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : বিয়ে করলেন ক্লোজ আপ ওয়ানের আলোচিত কণ্ঠশিল্পী রন্টি দাস। রন্টি দাসের স্বামী সাঈদ রহমান। চলতি মাসের ৪ তারিখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে ৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করার পর বিষয়টি ভক্তরা জানতে পারে।
সাঈদ রহমান রন্টি দাসের সহকর্মী। তিনি একজন কণ্ঠশিল্পী ও গিটারিস্ট। দীর্ঘদিনের পরিচয় হলেও পারিবারিকভাবে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানান রন্টি। এটি রন্টি দাসের দ্বিতীয় বিয়ে। এর আগে ০১১ সালের আগস্ট মাসে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই ঘরে রন্টির আরশি নামের শিশুকন্যা রয়েছে।
রন্টি বলেন, সাঈদ রহমানের সাথে পরিচয় অনেকদিনের হলেও একেবারে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে।
সাঈদ আমাদের বাসায় প্রস্তাব দিলে দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ের করেছি।
রন্টি ২০০৬ সালের ‘ক্লোজআপ ওয়ানব-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এর মাধ্যমে ব্যাপকভাবে পরিচিতি পান। সে সময় এই রিয়েলিটি অনুষ্ঠানটি জনপ্রিয়তার তুঙ্গে ছিল। রন্টি অবশ্য নতুন কুঁড়ির মাধ্যমেও শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd