সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:05 PM, December 17, 2017
Sharing is caring!
নিজস্ব প্রতিনিধি : বিদ্যালয় টি গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়নে বীরমঙ্গল এলাকায় অবস্থিত।বিদ্যালয় টিতে প্রায় ২/৩ শত ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও গুরকচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসাইন আহমদ জানান বিদ্যালয়ের অবকাঠামোগত অনেক সমস্যার পাশাপাশি নিরাপদ পানি,ছাত্র ছাত্রী ও শিক্ষকের নেই কোন টয়লেট এর সু ব্যবস্থা। তাই সরকার, দানশীল এবং জন প্রতিনিধির দের কাছে তিনি সহযোগীতার আহবান জানান। সবাই এই বিদ্যালয়টি কে সহযোগীতা করলে অবহেলিত বিদ্যালয় একদিন শিক্ষার গুনগত মানের পাশাপাশি সমাজের উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন এই বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র ছাত্রী আগামী দিনে দেশ ও জাতীর সু নাগরিক হিসাবে গড়ে উঠবে।
………………………..
Design and developed by best-bd