ছাগল চুরি ঠেকাতে ওসির মাইকিং

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অব্যাহত গরু-ছাগল চুরি ঠেকাতে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।শনিবার (০৯ ডিসেম্বর) তাড়াশ থানা ওসি মো. মনজুর রহমানের উদ্যোগে উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে মাইকিংক করে এ প্রচারণা শুরু হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল চুরি হচ্ছিল। বিশেষ করে বিভিন্ন ফসলি মাঠ ও আঞ্চলিক সড়কে বিচরণ করা ছাগল বিভিন্ন যানবাহনে তুলে নিয়ে চলে যাচ্ছে চোরের দল।এই চুরি ঠেকাতে গরু-ছাগল লালন পালন করা কৃষকদের সচেতন করতে মাইকিং করে সচেতনা সৃষ্টির জন্য ওই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ওসি মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত শীতের এ সময়টাতে সড়ক ও ফসলি মাঠ ফাঁকা থাকায় গরু-ছাগল চুরি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য মাইকিং করে সচেতনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..