সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ বিসিআইসি নিয়ন্ত্রণাধীন ঘোড়াশাল ও পলাশ সারকারখানায় গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা। আজ রোববার সকালে কারখানার সিবিএ’র উদ্যোগে কারখানার অভ্যন্তরে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভা করেছে ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানার শ্রমিক নেতারা।
এসময় বক্তব্য রাখেন ঘোড়াশাল ইউরিয়া সারকারখানার সিবি এ সভাপতি আমিনুল হক ভূইয়া, সাধারন সম্পাদক আব্দুর রহিম, পলাশ সারকারখানার সিবিএ সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক ইসরাইল আলী মন্ডল, ঘোড়াশাল সারকারকানার সহসভাপতি বশির উল্যা, যুগ্ন সম্পাদক সোলেমান মিয়া, আলী আজহার, আজিজার রহমান ও জগলুল হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা এসময় বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবছরের ১৭ মার্চ থেকে বিসিআইসি নিয়ন্ত্রণাধীন দেশের সারকারখানাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও গ্যাস সংযোগ না দেওয়ায় একদিকে কারখানার মূল্যমান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, অপরদিকে কারখানার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শ্রমিক কর্মচারীরা। তাই সরকারের প্রতি আহ্বান জানান অভিলম্বে কারখানায় গ্যাস সংযোগ দেয়ার। তা নাহলে কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে শ্রমিকরা চাকরিচ্যূত হবে এবং তখন শ্রমিকদের পথে বসতে হবে। এজন্য অভিলম্বে গ্যাস সংযোগ দেওয়া না হলে গুরুতর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেন শ্রমিক নেতারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd