সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের এক সদস্য সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত মোহাম্মদ তৈয়বুর রহমান শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অফিসে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিহাইল বাজারে সন্ত্রাসী হামলার স্বীকার হন। এসময় তার সাথে থাকা এক লক্ষ টাকাও নিয়ে যায় হামলাকারীরা।
তিনি জানান- গোয়াইনঘাট বিআরডিবির চেয়ারম্যান ও ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসীরা রড দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া এক লক্ষ টাকাও নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি মাটিতে পরে থাকেন। পথচারীরা তাকে দেখে চিনতে পেরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠান।
তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ব্যপারে তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডৌবাড়ি ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল জানান- শনিবার সকালে একটি প্রোগ্রামে সকল সদস্যের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি ৯টার দিকে বৈঠকে বসেন। বৈঠক শেষে ইউনিয়ন পরিষদের একটি কাজের টাকা তিনি মোহাম্মদ তৈয়বুর রহমানকে দেন। টাকা নিয়ে বাড়ি ফেরার সময় ডৌবারি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তার উপর হামলা করে এবং টাকা নিয়ে যায়।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বলেন- ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোন অভিযোগ থানায় পৌছে নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd