সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭
ক্রাইম ডেস্ক : নগরীর ঘাশিটুলা কলাপাড়া এলাকায় ভূল চিকিৎসায় ফারিহা নামের দুই মাসের শিশু মৃত্যুর অভিযোগে ভুয়া এম বি বি এস ডাক্তার হাকীম আবু আহমদ নামের এক পল্লী চিকিৎসক আটক করেছে পুলিশ। শিশুর মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে খবর পেয়ে কোতোয়ালী থানার এস আই মন্নান এর নেতৃত্বে এক দল পুলিশ কলাপাড়া এলাকা থেকে ডাক্তার হাকীম আবু আহমদ আটক করে।মৃত শিশু সুনামগঞ্জ ধরমপাশা থানার আজি নগর গ্রামের বর্তমান সিলেট নগরীর ঘাশিটুলা কলাপাড়া এলাকার আলমের কলোনীর বাসিন্দা রিক্সা চালক বাহার উদ্দিনের দুই মাসের শিশু সন্তান ফারিয়া। নিহতের বাবা জানান, কয়েকদিন ধরে নুরু ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ভুগছিলেন।আজ দুপুরে অসুস্থার মাত্রা বেড়ে যায়। পরে ভুয়া এম বি বি এস ডাক্তার হাকীম আবু আহমদ নামের এক পল্লী চিকিৎসক এর ফার্মেসীতে নিয়ে আসি। এসময় অসুস্থ আমার দুই মাসের শিশু মেয়েটিকে একটি ইনজেকশন ও ঔষুধ প্রয়োগ করা হলে অবস্থার অবনতি ঘটে। কিছু সময় পর থাকা চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
এ ব্যাপারে এস্ আই মন্নান গটনার সত্যতা স্বিকার করে জানান ভুয়া নামধারী ডাক্তারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।এ ব্যাপারে মামলা হতে পারে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd