সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
সিলেট :: হজরত শাহজালাল (র.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে মক্কার ‘জমজম’ কুপের পানি বলে বিক্রির মাধ্যমে প্রতারনার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালত।
গত ৩১ অক্টোবর এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় একাত্তর টেলিভিশনে। এরপর বিষয়টি আদালতের নজরে আনেন এইচ এম আব্দুর রহমান নামের একজন নাগরিক। তিনি নগরীর কদমতলী দরিয়া শাহ মাজার রোডের বাসিন্দা।
আজ রোববার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো প্রতারনার অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালককে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আদালত।
এ ব্যাপারে এইচ এম আব্দুর রহমান বলেন- ‘গত ১০ অক্টোবর বিকালে আমি দরগাহ থেকে ‘জমজম কুপের পানি’ ক্রয় করি। পরে গণমাধ্যমের খবরে জানতে পারি এটি জমজম কুপের পানি নয়। একটি মহল প্রতারণা চালাচ্ছে। পরে বিষয়টি আমি আদালতের নজরে আনি।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd