সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ক্বীন ব্রীজ সংলগ্ন ভার্থখলা এলাকাধীন রেলওয়ের জায়গা দখল করে চলছে রমরমা মাদক ব্যবসা। মাদক সম্রাজ্ঞী ছায়া বেগম (৫০), তার স্বামী হামিদ মিয়া, বোন মায়া বেগম, ভগ্নিপতি তোতা মিয়া, অপর বোন কমরুন নেছা, ছায়া বেগমের ছেলে মিজান, সায়েদ, মেয়ে রহিমা ও তার স্বামী আবুল মিয়া সরকারী জায়গাটি দখল করে রেখেছেন বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নাকের ডগায় তারা এ স্থানে গড়ে তুলেছে মাদক সাম্রাজ্য। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার যুব সমাজ। রেলওয়ে কর্তৃপক্ষ সাথে আতাঁত করে ছায়া বেগম এ জায়গায় পাকা দালান তৈরি করেছে।
এব্যাপারে সম্প্রতি ছায়া বেগমের বিরুদ্ধে এলাকাবাসী সরকার ও প্রশাসনের বিভিন্ন মহলে স্মারকলিপিও প্রদান করেছেন। ছায়া বেগমের মাদক সম্রাজ্য এত শক্তিশালী যে মানসম্মান হারানোর ভয়ে তার বিরুদ্ধে স্থানীরা কথা বলতে সাহস পান না। ফলে যুব সমাজ রক্ষায় ছায়া বেগমের বিরুদ্ধে এখনই আইনী প্রদক্ষেপ গ্রহন করা না হলে ওই এলাকার যুবক-যুবতী ধ্বংসের দিকে ধাবিত হবে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
এই বিষয়ে দক্ষিণ সুরমার থানার টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল জানান, পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার সাড়ে ৫ কেজি গাঁজাসহ ছায়া বেগমের জামাতা আবুল ও তার সহযোগি সিকদার মিয়াকে আটক করেছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, এই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd