আসিতেছে সিলেটি আঞ্চলিক ভাষায় নির্মিত পোড়ামন নাটক

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

আসিতেছে সিলেটি আঞ্চলিক ভাষায় নির্মিত পোড়ামন নাটক

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বিগ বাজেটে নির্মিত হল সিলেটি আঞ্চলিক ভাষার নাটক পোড়ামন, শুটিং স্পোর্টস সিলেটের হাকালুকি হাওয়ার এলাকায়। নাটক টি রচনা করেছেন জামাল হিরা, পরিচালনা করেছেন রিয়াজুর ইসলাম মুক্তি, এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সিলেটের সুনামধন্য রোমান্টিক অভিনেতা।

Manual5 Ad Code

শিপলু রাহাত আক্কেল আলী, তার বিপরিতে নাইকা হিসেবে কাজ করেছেন শাহ জেবিন ফাতেহি, নাটক টি একটি সত্য প্রেমের কাহিনি নিয়ে নিয়ে সাজানো হয়েছে, এই নাটকে রাধারমণ দত্যের৷

Manual8 Ad Code

লেখা ও শিপলু রাহাতের গাওয়া একটি রোমান্টিক গান ও আছে,নাটক টির শুটিং করা হয়েছে সিলেটের হাকালুকি হাওরে,এই নাটক আরো অভিনয় করছেন, শিপন আহমেদ, বিশ্বজিৎ সরকার, আনহার মিয়া, হেলেনা, আরও অনেকে, নাটক টি সিলেটি বিনোদন মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৪ টায়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..