সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮
দু’টি পাতা একটি কুড়ি’র জনপদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কৃতি-সন্তান মালয়েশিয়া’য় উচ্চ শিক্ষা উর্জনে অধ্যায়নরত কমিউনিটি নেতা তরুন সমাজ সেবক জাহেদ ফারহান(২৫) কে জড়িয়ে সিলেটের বিয়ানীবাজার থেকে প্রচারিত একটি অনলাইন পোর্টালে “বেলালের গল্প” নামে যে সংবাদ প্রচার করা হয়েছে তার প্রতিবাদ জানান তিনি। জাহেদ ফারহান একজন মেধাবী ছাত্রনেতা। তিনি কখনও আদম ব্যবসার সাথে জড়িত নহে তবে ছাত্রভিসায় নিজ এলাকার কেউ মালয়েশিয়া যেতে চাইলে পরামর্শ দিয়ে থাকেন কারন তিনি নিজেই ছাত্রভিসায় মালয়েশিয়ায় আছেন অথচ সেই নিউজ পোর্টালের সংবাদে বলা হয়েছে তিনি আদম ব্যাবসায়ী এবং প্রতারক।যা তার সমাজিক অবস্থান নষ্ট করার করিকল্পিত বানোয়াট নাটক বলে জানান।ক্রাইম সিলেটের সাথে ফোন আলাপে জাহেদ ফারহান জানান, যে বা যারা সংবাদকর্মী ভাই-কে মিথ্যে তথ্য দিয়ে আমি এবং আমার ভাই’য়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে এটা সম্পুর্ণ মিথ্যে, আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাই।তিনি আরোও জানান, অত্রসংক্রান্ত বিষয়ে বিজ্ঞ কৌশলীর সাথে তিনি পরামর্শ করেছেন। তিনি এদেশের সচেতন সু-নাগরিক হিসেবে বরাবরের মতো আইনের প্রতি শ্রদ্বাশীল।তাই দেশের প্রচলিত আইন অনুযায়ী মিথ্যে সংবাদের তথ্যদাতাদের বিরুদ্বে আইনগত ব্যাবস্থা দ্রুত নিবেন।ইতিরপূর্বে তিনি উকিল নোটিশ পাটানোর চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বিঞ্জপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd