সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
জুড়ী প্রতিনিধি :: সোমবার (৫-আগষ্ট) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন এর জায়ফরনগর(গোবিন্দপুর) গ্রামের বাসিন্দা জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন এর বাড়ীতে দু’টি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।
জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন এর বাবা আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া(৪৫) কাঁন্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, আমার ছেলে ছাত্রলীগ করার অপরাধে আমার বসতবাড়ী ভাংচুর লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে আমার প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে।আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।তিনি আরও জানান, বাড়ীতে থাকার মতো পরিবেশ নেই। পরিবারের সদস্যদের নিয়ে এখন কোথায় থাকবো।
জুড়ী উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, রাত ৮টার দিকে আগুনের খবর পাই।ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তুহিন এর নিজ বসতবাড়ীর দুটি ভবনের দুটিতেই আগুন দেওয়া হয়েছিল।ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন এর বাড়ীতে ভাংচুর ও লুটপাটের খবর পাই। এরপর আমরা দ্রুত সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস নিয়ে যাই।তিনি বলেন, দুটি ঘরে ভাংচুর সহ লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd