সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, জিকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে সরকারদলীয় সংসদ সদস্য রতনকে তলব করা হয়। তাকে চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।
তলবের চিঠিতে সংক্ষিপ্ত অভিযোগে বলা হয়েছে, ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হওয়া বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের সঙ্গে যোগসাজশে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় অংকের টাকা ঘুষ দিয়ে বিভিন্ন ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার তদবিরের মাধ্যমে অবৈধ অর্থ অর্জন, সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। অর্জিত অর্থ বিদেশে পাচারের মতো অপরাধে লিপ্ত আছেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd