সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশুদের ঝগড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষের ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে।
সংঘর্ষে আহতরা হচ্ছেন, রুনা বেগম (৪০), ফুলমতি বেগম (৬০), তানজিনা বেগম (১১), ঝর্ণা বেগম (৩০) ও ফরিদ মিয়া (৩০)। এর মধ্যে গুরুতর আহত রুনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে শিশুদের ঝগড়া নিয়ে নারিকেলতলা গ্রামের রুনা বেগম ও সুজন মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd