সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে সিলেটে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়- ঈদকে সামনে রেখে বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল ও রাস্তা ঘাটে চুরি, ছিনতাইসহ যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে। সে জন্য র্যাব-৯, সিলেট তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
র্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র্যাব সদস্যগণ বড় বড় শপিং মল, জনবহুল, গুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ ও তার আশপাশের এলাকায় অত্যন্ত সতর্কতার সাথে অবস্থানে থাকবে।
এছাড়াও বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশনে বিস্ফোরক বা অন্য কোন সন্দেহজনক দ্রব্যাদি সনাক্তকরনের নিমিত্তে নিরাপত্তা নজরদারিসহ বিশেষ চেক পোস্ট স্থাপন করবে।
প্রসঙ্গত, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ড, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখেও র্যাব-৯ মাঠে থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd