সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ তীর নামক জুয়াখেলার অভিযোগে ১৭ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের নিয়ে পুলিশ লুকোচুরি শুরু করেছে বলে অভিযোগ ওঠেছে।
জানা গেছে, জকিগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ তীর খেলা চলছিল। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্দ ছিলেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে বাজারে তীরের আসর থেকে ১৭ জনকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। এর পরপরই এদেরকে ছাড়িয়ে নিতে একটি মহল পুলিশের কাছে তদবির শুরু করে।
১৭ জনকে আটকের বিষয়টি জানতে পেরে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারকে তার মুঠোফোনে শুক্রবার রাত ৯টা ৫১ মিনিটে থেকে কল দেয়া হয়। এসময় ওসি ‘কয়েকজনকে’ আটকের বিষয়টি স্বীকার করলেও তিনি বিস্তারিত তথ্য ‘জানেন না’ বলে মন্তব্য করেন। তথ্যের জন্য ‘এক ঘন্টা পর কল দেয়ার’ কথাও বলেন ওসি।
সূত্র জানিয়েছে, ওই সময় ওসি থানাতেই ছিলেন। আটককৃতদের ছাড়িয়ে নিতে দফারফা চলছে দেখেই এ বিষয়টি পুলিশ লুকোচুরি শুরু করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd