সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে মদন মোহন কলেজের শিক্ষক মো. সাইফুর রহমানের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) দক্ষিণ সুরমার তেলিরাই নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাইফুর রহমান গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর টিলাগড় জমিদারবাড়ির একটি মেসে থাকতেন।
সাইফুর রহমান মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক চিলেন। এছাড়া তিনি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেও শিক্ষকতা করতেন।
জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে মেস থেকে বের হন সাইফুর রহমান। রাতে তিনি আর বাসায় ফিরেননি। তার খোঁজ না পেয়ে রাতেই তার আত্মীয়রা শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেন।
রোববার সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd