দক্ষিণ সুরমায় ইউপি সদস্য লয়লুর বিরুদ্ধে লাখ টাকা চাঁদা দাবি অভিযোগ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

দক্ষিণ সুরমায় ইউপি সদস্য লয়লুর বিরুদ্ধে লাখ টাকা চাঁদা দাবি অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য লয়লু মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

ইউনিয়নের জৈনপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. মাইদুল ইসলাম বুধবার দক্ষিণ সুরমা থানায় এ অভিযোগ করেন। অভিযোগে মাইদুল উল্লেখ করেন, তার আত্মীয় ঘনিষ্টজনকে নিয়ে গত ২০ মার্চ দুপুরে মোগলাবাজার থানাধীন বৈরাগীবাজারে বেড়াতে গিয়ে ফিরে আসার পথে ইউপি সদস্য লয়লু, বাট্রি নাছিরসহ অজ্ঞাতনামা আরো তিনজন তাদের গতিরোধ করেন। এরপর তাদের আটক করে নিয়ে যান জালালপুর উচ্চ বিদ্যালয়ে।

সেখানে মামলার ভয় দেখিয়ে প্রথমে ২০ হাজার টাকা মাইদুলের কাছ থেকে আদায় করেন। পরে পূনরায় গত ২৭ মার্চ মাইদুলকে আটকিয়ে পূর্বের ঘটনার জের ধরে আরো ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি। মাইদুল টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি ক্ষেপে গিয়ে হুমকি ধমকিসহ মাইদুলের সম্মানহানী করবেন বলে জানান।

এ ঘটনায় মাইদুল নিরুপায় হয়ে থানায় অভিযোগ করতে বাধ্য হন। এ ব্যাপারে ইউপি সদস্য লয়লু মিয়ার মুঠোফোনে জানতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..