সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: একেবারে সাধারণ পরিবারে জন্ম নেওয়া টাইগার মেহেদী হাসান মিরাজের একটি ছবি নিয়ে রীতিমতো ফেসবুকে ভাইরাল। একদম গ্রাম্য পরিবেশে লুঙ্গি পরা এক ছবি দিয়ে সবার মন জয় করে নিয়েছে এই ক্রিকেটার।
কয়েকদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন তরুণ এই অফস্পিনার। দীর্ঘ ছয় বছর চুটিয়ে প্রেম করার পর গাঁটছড়া বেঁধেছেন রাবেয়া আখতার প্রীতির সঙ্গে। এরপর থেকেই নবদম্পত্তির ছবি আসছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ছবিটি রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলেছে। মুগ্ধ ক্রিকেট ভক্তরাও।
সদ্য প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, গ্রামের মাটির মানুষ মেহেদি মিরাজ। শুধুমাত্র লুঙ্গি ও সেন্ডো গেঞ্জি পরে পারিবারিক অনুষ্ঠানে বসে রয়েছেন মিরাজ। তার পাশে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী প্রীতি ও পরিবারের সদস্যরা।
এদিকে এই ছবি পোষ্ট দেওয়ার সাথে সাথে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে বলছেন, তারকা ক্রিকেটার হয়েও এতটা সাধাসিধেভাবে চলেন মিরাজ, সত্যিই প্রশংসনীয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মিরাজের বোন রুমানার গায়ের হলুদের দিন তোলা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd