সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন যাত্রী।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের নুরজাহান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুমন আহমদ (২৬)। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের ছবির উদ্দিনের ছেলে। আহত যাত্রী পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ গ্রামের ফারুক আলীর ছেলে জাবেদ আহমদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরীস্থ নুরজাহান সিএনজি পাম্পের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন সিএনজিতে থাকা এক যাত্রী। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে একজনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd