সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
বিশ্বনাথ প্রতিনিধি :: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিলেটের বিশ্বনাথে ৩ পদে (উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান) ১৭ প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের কাছে মনোনয়পত্র দাখিল করেন ওই ১৭ প্রার্থী।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপিন সহ সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি ফয়জুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিলকারীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা বিএনপির সদস্য আহমেদ-নূর উদ্দিন, সংগঠক জুবেল আহমদ, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী মোছাঃ জুলিয়া বেগম, স্বতন্ত্র প্রার্থী জেলা মহিলা দলের সহ সভাপতি বেগম স্বপ্না শাহীন, উপজেলা মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, সাবেক মহিলা মেম্বার নেহারা বেগম।
এছাড়া সিলেটে রিটানিং কর্মকর্তার কাছে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরোও ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলের- চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি সভাপতি মিছবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের বামিংহাম আওয়ামী লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম শামীম, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd